ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিএনপির কেন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাকিল ওয়াহেদ মনোনয়ন নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন।
রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্থাপিত ঢাকা উত্তর সিটির রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন। রিটার্নিং অফিসার আবুল কাশেম তার হাতে মনোনয়নপত্র ফরম তুলে দেন।
শাকিল ওয়াহেদ বলেন, ‘সকালে প্রথমে দলীয় কার্যালয়ে গিয়ে দলের মনোনয়নপত্র নিয়েছি। সম্ভবত আমিই প্রথম দলের মনোনয়ন নিয়েছি। এরপর এখানে এসেছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘দলের মনোনয়নের বিষয়ে আমি আশাবাদী। তবে দল আমাকে মনোনয়ন না দিলেও দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো।’ এক্ষেত্রে স্বতন্ত্র নির্বাচনের কোনো ইচ্ছে নেই বলে জানান তিনি।
প্রয়াত মেয়র আনিসুল হক সম্পর্কে তিনি বলেন, ‘বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি মেয়র হলেও বেশ কিছু বাস্তবসম্মত সিদ্ধান্তের কারণে তিনি জনগণের সমর্থন ও মনে প্রবেশ করতে পেরেছিলেন। আমি নির্বাচিত হলে তার জনপ্রিয় সব কাজ এগিয়ে নেবো।’
শাকিল ওয়াহেদ বলেন, ‘আমি দলের মনোনয়ন পেলে প্রয়াত আনিসুল হকের বাসায় গিয়ে তার পরিবারকে আমাদের সঙ্গে থাকতে অনুরোধ জানাবো। তার অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতা চাইবো।’
শাকিল বলেন, ‘বিএনপি একটি বড় দল। তাই দলেরও কিছু পরিকল্পনা আছে। ঢাকা নিয়ে আমারও কিছু পরিকল্পনা আছে। আমি নাগরিকের মালিকানার মর্যাদা প্রতিষ্ঠা ও জবাবদিহিতার নিশ্চয়তা বিধান, বিনামূল্যে স্বল্প পরিসরে ওয়াইফাই সেবা দেয়া, আধুনিক বর্জ ব্যবস্থাপনা, মহাখালী ও গাবতলীতে বিশ্বমানের দ্বিতল বাস টার্মিনাল করাসহ নানা কাজ করতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বর্তমান যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব আলমগীর হাসিন আহমদ, বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক তারিকুল আলম তেনজিন, আশরাফুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি এহতেশামুল হক প্রমুখ।