ভারত থেকে পাচার করে নিয়ে আসা ৬৪ ভরি স্বর্ণালঙ্কারসহ কামাল হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা থানা পুলিশ।
গ্রেপ্তার কামাল হোসেন জীবননগর উপজেলার আশঁতলা পাড়ার মুনসার আলীর ছেলে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জীবননগর থেকে চুয়াডাঙ্গামুখী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় ওই বাসে থাকা কামাল হোসেনকে আটক করে পুলিশ। পরে তার দেহে তল্লাশি করে শরীরের সাথে বিশেষভাবে বেঁধে রাখা ৬৪ ভরি বিভিন্ন প্রকারের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে চুড়ি, হাড়সহ বিভিন্ন প্রকারের গহনা।
আটক স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা টাকা বলে জানিয়েছে পুলিশ।