1. rajubdnews@gmail.com : admin :
  2. 52newsbangla@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
  3. 52newsbangla1@gmail.com : News 52 Bangla : Nurul Huda News 52 Bangla
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

তালায় ধানচাষীদের মাঝে দলিত’র সার বিতরন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে ধান এবং শবজি চাষ অধিক লাভজনক করার লক্ষ্যে উপজেলার ইসলামকাটী ইউনিয়নের দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরন করা হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্পের আওতায় উক্ত সার বিতরন করা হয়।
দাতা সংস্থা সিইআই’র অর্থায়নে এবং এল’ আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে মঙ্গলবার সকালে ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চত্বরে সার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিতের সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বিতরন উদ্বোধন করেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন ও তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান। দলিতের সংশ্লিষ্ট প্রকল্প’র কমিউনিটি মোবিলাইজার জুয়েল সরকার’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউপি সচিব শাহানারা খাতুন, ইউপি সদস্য আসাদ মৃধা, উপসহকারী কৃষি অফিসার মো. মোমিনুর রহমার, কমলেশ মন্ডল ও দলিত’র হিসাব রক্ষক উত্তম কুমার দাশ প্রমুখ সহ উপকারভোগী কৃষকরা ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এলাকার ১৩জন বোরো ধানচাষী এবং ১১জন শবজি চাষীকে ৭৬০ কেজি ইউরিয়া সার, ৬৩০ কেজি টিএসপি, ৩১০কেজি এমওপি, ২৪০কেজি জিপসাম ও ৪৮কেজি জিংক প্রদান করা হয়। এছাড়া ৫৬জন কৃষকের সমন্বয়ে গঠিত ১০টি গ্রুপে ১০টি স্প্রে মেশিন সহ প্রয়োজনীয় ওষুদ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
2019 All rights reserved by |Dainik Donet Bangladesh| Design and Developed by- News 52 Bangla Team.
Theme Customized BY News52Bamg;a