বরিশালের বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতা সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বিএনপি নেতা সালাম সিকদারকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ১১ ডিসেম্বর সন্ধ্যার পর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বাজারে পূর্বশত্রুতার জেরে সালাম সিকদারের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করে। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সুলতান হোসেন মীরকে গুলি করে আহত করা হয়। পরে আহত সৈয়দ সুলতান হোসেন মীরের স্ত্রী নাসরিন আক্তার সালাম সিকদারসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
এ ঘটনায় ৯ জানুয়ারি প্রধান আসামি সালাম সিকদারকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে ১৬ জানুয়ারি সালাম সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের খাটের নিচ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
সৈয়দ সুলতান হোসেন মীরকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল একথা জিজ্ঞাসাবাদে সালাম সিকদার স্বীকার করেন বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন।