‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। বুধবার সকাল ১০টায় পৌর শহরের আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়।
ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে এই উদ্যোগ নেয়া হয়। শপথ বাক্য পাঠ করান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সনাকের সদস্য শাহাদাত হোসেন লিটন, টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল পিলু ও ইয়েস গ্রুপের সদস্যরা।
শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শপথ বাক্য পাঠ করেন। শিক্ষার্থী বলেন, আমরা এই শপথের মাধ্যমে নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখব এবং অন্যদেরও দুর্নীতি থেকে বিরত থাকার আহবান জানাব।