ময়মনসিংহে ছিনতাইকারিদের ছুরির আঘাতে গফরগাঁও উপজেলার বাসিন্দা এক যুবক খুন হয়েছেন। তার নাম মোহাম্মদ ইব্রাহিম।
বৃহস্পতিবার গভীর রাতে শহরের পাটগুদাম চায়না সেতু এলাকায় এই ঘটনা ঘটে। রাতেই মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক রিকশাচালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার জন্য সিএনজি স্ট্যান্ডে যাওয়ার সময় ওই যুবক ছিনতাইকারিদের কবলে পড়েন। ছিনতাইকারিরা তার মোবাইল নিয়ে পালানোর সময় ইব্রাহিম বাঁধা দেয়। এতে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ইব্রাহিমের মৃত্যু হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) খোন্দকার সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।