ফরিদপুরের মধুখালী উপজেলায় যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সামনের একটি চাকা পাংচার হয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুত্বর আহত হন অপর দুই যাত্রী।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকার পাইককান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম রায়হান শেখ (৪৫) তার বাড়ি যশোরের কোতয়ালী থানার ভিকুটিয়া গ্রামে বলে জানা গেছে।
করিমপুর হাইওয়ে পুলিশের এসআই মো. নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনুমানিক সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।