অর্থের বিনিময়ে মানহীন কিছু মেডিকেল কলেজের পক্ষে আদালতে দাঁড়ানোয় জাতীয় সংসদে আইনজীবীদের সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার সংসদে সরকারি দলের সদস্য পঞ্চানন বিশ্বাসের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসব মানহীন মেডিকেল কলেজ নামকরা আইনজীবী ধরে আদালতে গিয়েছে। বড় বড় আইনজীবী- এখানেও (সংসদ) কয়েকজন আছেন। আদালতে গিয়ে মিথ্যা কথা বলে মানহীন এসব কলেজে ভর্তির অনুমোদন নিয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার মেডিকেলে শিক্ষার মানোন্নয়নের চেষ্টা করছে। কয়েকটি মেডিকেল কলেজে মান রক্ষা করেনি। তাদের কোনো একাডেমিক ভবন নেই, লাইব্রেরি নেই, শিক্ষক নেই, হাসপাতালে কোনো রোগী থাকে না। এ ধরনের কয়েকটি মেডিকেল কলেজে পর পর দুই বছর শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়নি। তবে তিনটি কলেজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের শর্ত পরিপালন করায় তাদের অনুমোদন দেয়া হয়। কিন্তু দুঃখজনক কয়েকটি কলেজ আদালতে চলে গেছে।
মন্ত্রী বলেন, ‘কোর্ট একটি সম্মানের জায়গা। আমরা তাদের সবসময় সম্মান করি। তারা নিজেরা মাঝে মাঝে রুল দেয় মেডিকেল কলেজের মান রাখতে হবে। আবার তারাই কয়েকদিন আগে পর পর চারটি মেডিকেল কলেজকে ভর্তির অনুমোদন দিয়েছেন। অথচ ওইসব কলেজের মান বৃদ্ধি পায়নি।’
নাসিম বলেন, আইনজীবীরা কিসের বিনিময়ে এটা করেন জানি না। ভর্তির কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পর অর্থের বিনিময়ে মিথ্যা তথ্য দিয়ে মানহীন এসব কলেজে ভর্তির অনুমোদন নেয়া হয়েছে। তারা উচ্চ আদালতের অনুমোদন নিয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা যাব কোথায়? একদিকে শিক্ষার মান রক্ষা করতে চাচ্ছি অন্যদিকে বড় বড় আইনজীবী ধরে এই কলেজে ভর্তির অনুমোদন দেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দেয়নি। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। মানহীন, স্ট্যান্ডার্ড নেই-এমন বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির জন্য আদালত থেকে অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এ ভর্তি অনুমোদন করে না, করবে না।