ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ছয় রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হয়ে যাওয়ার পর তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে দারুণভাবে এগোতে থাকে টাইগাররা।
তামিম ইকবালের সঙ্গে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। তিনি করেছেন ৫১ রান। ওয়ানডে ক্রিকেটে এটি তার ব্যক্তিগত ৩৭তম অর্ধশত। ইনিংসের ২৮তম ওভারে সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হয়েছেন সাকিব।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান। দলীয় ছয় রানে কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হন ওপেনার এনামুল হক বিজয়। তিনি করেছেন এক রান।
আজ একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে বসিয়ে একাদশে রাখা হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে।
সিরিজে বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে দুইটিতেই বড় জয় পেয়েছে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়ে আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে। এর আগে তারা একটিতে জয় পেয়েছে।