ভারতজুড়ে তুমুল বিতর্কের মধ্যে গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। এরমধ্যে ‘পদ্মাবত’ দেখে দীপিকার জন্য উপহার পাঠালেন বলি মহলের প্রথম সারির কাপল ঋষি কাপুর এবং নীতু সিং।
স্ক্রিনিংয়েই ছবিটি দেখেন ঋষি-নীতু। দীপিকার অভিনয় দেখে মুগ্ধ তারা। ছবি দেখার পর দীপিকাকে উপহার হিসেবে ফুল পাঠিয়েছেন কাপুর দম্পতি। সঙ্গে লিখেছেন, ‘অসাধারণ কাজ। তোমার জন্য আমরা গর্বিত।’
সেই উপহারের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন দীপিকা।
এই ছবিতে দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর সিং এবং শাহিদ কাপুর। শোনা যায় রণবীর কাপুরের সঙ্গে এক সময় নাকি প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। এই মুহূর্তে নাকি রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে দীপিকার।