রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ও কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙন রোধে সোমবার দুপুরে পূর্ব চরআফড়া পদ্মা নদীর তীরে মানববন্ধন করে আতঙ্কে থাকা হাজার হাজার মানুষ। দুই উপজেলার ভাঙন সংশ্লিষ্ট ইউনিয়নের ৩০ গ্রামের শিশু-কিশোর, যুবক, বৃদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধি এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অংশ নেওয়া জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, বর্তমানে ড্রেজার দিয়ে যে প্রান্ত দিয়ে নদী খনন করার কথা সেখান দিয়ে করা হচ্ছে না। খনন শুরু হওয়ার পর থেকে হাবাসপুর ও কালিকাপুর এলাকার নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এতে বহু ফসলি জমি নদীতে বিলীন হয়েছে এবং ভাঙন আতঙ্কে রয়েছে ওইসব এলাকার হাজার হাজার মানুষ। ভাঙন রোধ ও ড্রেজার কার্যক্রম বন্ধের জন্য স্থানীয় সাংসদসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে জনগণ।
মানববন্ধনে বক্তব্য রাখেন-কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বিশ্বাস প্রমুখ।