রাষ্ট্রপতি মো আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাত আটটা পাঁচ মিনিটের দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উপ দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া।
সূত্র জানায়, রাষ্ট্রপতি মো আবদুল হামিদকে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের এই সিদ্ধান্ত সরাসরি রাষ্ট্রপতিকে অবহিত করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আব্দুল হামিদকে রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে মনোনয়ন দেয়। আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্টিত হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী এক জন দুই দফায় রাষ্ট্রপতি হতে পারবেন।