ইন্দোনেশিয়ার রাজধানী জাতার্কায় একটি হালকা যানবাহন চলাচলকারী অবকাঠামো নির্মাণের সময় ক্রেন ধসে রবিবার চার শ্রমিক মারা গেছে। এক কর্মকর্তা একথা জানান।
পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ৫টার দিকে পূর্ব জাকার্তার মাত্রামান জেলায় ক্রেন ছিঁড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
পূর্ব জাকার্তার জ্যেষ্ঠ কমিশনার ইয়োইয়োন তোনো সূর্য পুত্রা বলেন, ‘এই ঘটনায় দুই জন ঘটনাস্থলেই মারা যান এবং আরো দুইজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হলে সেখানে তারা মারা যান।’ খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।