বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়ার রায় নিয়ে দেশে গোলযোগ ও সাধারণ মানুষের জীবন ব্যাহত করার চেষ্টা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিহত করবে। এসময় এরা কেউ দর্শক হিসেবে বসে থাকবে না।
মঙ্গলবার দুপুরে বরিশালে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান। এর তৃণমূল পর্যায় শক্তি এবং ভিত্তি রয়েছে। রায় নিয়ে দেশে গোলযোগ ও সাধারণ মানুষের জীবন ব্যাহত করার চেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর হামলা হলে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো ইউনুচ উপস্থিত ছিলেন।