বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এ রায় ন্যায় বিচারের ধারায় হয়নি। গণবিরোধী এ রায় বাংলাদেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখ্যান করে।
এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ রায়ের প্রতিবাদে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, এ রায় প্রধানমন্ত্রীর প্রতিহিংসা পুরণের রায়। একজন ব্যক্তিকে খুশি করার জন্য রায় দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এ রায় ঘৃনাভরে প্রত্যাখ্যান করে। গণবিরোধী এ রায় ন্যায় বিচারের ধারায় হয়নি। ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠিত হয়নি। এ রায়ের প্রতি ঘৃনা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ‘আমি সারাদেশের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি- আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন, কারও প্রতি আক্রমণ করে নয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।