ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ১৪তম ম্যাচে আজ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করলেন মোহাম্মদ আশরাফুল। এছাড়া এই ম্যাচের মাধ্যমে এক অনন্য মাইলফলক স্পর্শ করেন আশরাফুল। ৬৯ বলে অর্ধশতক পূর্ণ করে ‘এ’ ক্যারিয়ারে আজ পাঁচ হাজারি ক্লাবে প্রবেশ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। বিকেএসপিতে আজ কলাবাগানের হয়ে আশরাফুলের পাশাপাশি সেঞ্চুরি করেন তাইবুর রহমান।
আশরাফুল আর তাইবুরের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে প্রাইম দোলেশ্বরকে ২৯১ রানের টার্গেট দেয় কলাবাগান।
আজ সকালে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের কাছে টসে হেরে ব্যাট করতে নামে কলাবাগান ক্রীড়া চক্র। ব্যাটিংয়ের শুরুতেই ৪ রান করে সাজঘরে ফেরেন তাসামুল হক। তারপর জসিম উদ্দিনের সাথে ব্যাট করতে নামেন মোহাম্মদ আশরাফুল। ২৪ রান করে আরাফাত সানির বলে জসিম উদ্দিন ফিরে গেলে তাইবুর রহমানকে নিয়ে হাল ধরেন আশরাফুল। দুই জন মিলে গড়ে তুলেন বড় পার্টনারশীপ। ১১ চারে ১২৫ বলে সেঞ্চুরি করেন মোহাম্মদ আশরাফুল। ১০৩ বলে ৮ চার এবং দুই ছয়ে সেঞ্চুরি করেন তাইবুর রহমান। প্রাইম দোলেশ্বরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মানিক খান এবং আরাফাত সানি।
১৩১ বল খেলে ১০৪ রান করে আরাফাত সানির বলে আউট হন আশরাফুল। আর ১০৯ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন তাইবুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র ইনিংস: ২৯০/৪ (৫০ ওভার)