ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ মিন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের সাইনবোর্ড এলাকার চেকপোস্ট থেকে মিন্টুকে আটক করা হয়।
আটক মিন্টু কুমিল্লার দেবীদ্ধার থানার চাঁদপুর হাজী মার্কেট এলাকার দৌলত মিয়ার ছেলে।
পুলিশ বলছে, কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে গাঁজা বিক্রি করতে এসে চেকপোস্টে পুলিশের হাতে ধরা পড়ে মিন্টু নামের এ মাদক বিক্রেতা। তার সাথে থাকা দুটি কাপড়ের ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তবে আটক মিন্টুর দাবি, কুমিল্লার এনামুল নামের এক ব্যক্তি এক হাজার টাকার বিনিময়ে কুমিল্লা হতে দুটি ব্যাগ নারায়ণগঞ্জে পৌঁছে দেয়ার জন্য মিন্টুকে বলা হয়। ব্যাগের ভিতরে কি আছে অবগত ছিলেন না তিনি। মিন্টুসহ এনামুল কুমিল্লা হতে বাসে করে সাইনবোর্ডে এসে নামেন। পরে পরে সাইনবোর্ড থেকে ইজিবাইক যোগে নারায়ণগঞ্জে যাওয়ার পথে চেকপোস্ট পুলিশ তল্লাসী করে দুটি ব্যাগে থাকা ২০ কেজি গাঁজাসহ মিন্টুকে আটক করে। মিন্টুকে নিয়ে আসা এনামুল পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আব্দুস সালাম জানান, কুমিল্লা থেকে বাসযোগে দুটি ব্যাগে করে ২০ কেজি গাঁজা নিয়ে সাইনবোর্ড এসে নামে মিন্টু। পরে সাইনবোর্ড হতে ইজিবাইক যোগে নারায়ণগঞ্জে যাওয়ার পথে চেকপোস্ট তল্লাশি করে মাদক ব্যবসায়ী মিন্টুকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।