ফকিরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ এক অভিযানে চোরাইকৃত ইজিবাইক ও অটোভ্যান তৈরীর বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ সহ ২টি ভ্যান উদ্ধার করেছে। উক্ত মালামাল চুরির অভিযোগে পুলিশ ২জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৮ ফেব্রুয়ারি কামটা এলাকা থেকে মোস্তফা শেখের অটো ভ্যান চুরির সুত্র ধরে গত ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপনের নেতৃত্বে উপজেলা সদর এলাকার খোকন শেখের ভাড়াটিয়া ইউসুফ শেখ (৩০) এর ঘর তল্লাসী করে। এসময় পুলিশ তার ঘর থেকে চোরইকৃত ভ্যান, মটর, ব্যাটারী, ইলেক্ট্রিক তার সহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে। আটককৃত ইউসুফ শেখ রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের জাফর শেখের পুত্র। পরে ইউসুফ শেখের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী কামটা গ্রামের মৃত আকবর আলীর পুত্র রফিক মৃধা (৩২) কে আটক করে পুলিশ। আটককৃতদের ব্যপক জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনা সত্যতা স্বীকার করে এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আটকের জোর চেষ্টা চলছে।