ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৪ জন ক্রিকেটার।
কিউইদের ঘরের মাঠে আগামী ২৫ ও ২৮ ফেব্রুয়ারি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। প্রথমটি হবে হ্যামিল্টনে এবং দ্বিতীয়টি হবে মাউন্ট মাউনগানুইতে। মিচেল সান্টনার ও টড অ্যাস্টলের চোটের কারণে দলে ডাক পেয়েছেন ২৫ বছর বয়সী স্পিনার ইশ সোধি।
নিউজিল্যান্ড স্কোয়াড:
(উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, লোসিক ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ড, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকলস, সান্টনার, টিম সাউদি, রস টেইলর, ইশ সোধি।)