তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদ্যালয়ের সকল সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহন অনুষ্টিত হয়।
নির্বাচন কমিশনার হিসেবে অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান ৭ সদস্যের ম্যানেজিং কমিটির সকল ভোটার এতে ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু তার প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ মনিরুজ্জামান পেয়েছেন ২ ভোট।