ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে ২২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ,লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। এসময় শিক্ষাবীদ দাশ শিশির কুমার, শিক্ষক দুলাল গোলদার ইউপি সচিব মোসাঃ ফাতেমা তুজ জোহরা, ইউপি সদস্যা সাধনা রানী মন্ডল, আল্লাদী বিশ্বাস, সমাজ সেবক তাছলিম হোসেন, , নবলোক প্রতিনিধি আঃ হান্নান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।