সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের চেষ্টায় সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পর্যবেক্ষনের তালিকায় রেখেছে।
রাজ শাহ জানান, আমরা পাকিস্তানের অগ্রগতি লক্ষ্য করছি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এতে সন্তুষ্ট নন। তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি সন্ত্রাসীদের নির্মূল করতে। আইএসের বিরুদ্ধেও লড়াই চলবে। ডন