বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গত ২৪’ফেব্রুয়ারী নয়া পল্টন দলীয় প্রধান কার্যালয় প্রাঙ্গণ কালো পতাকা প্রদর্শন শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মুন্সিগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে।
প্রধান অতিথি বক্তব্যে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হাই সাহেব বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীর উপর পুলিশের উস্কানি ও হামলা চালিয়ে সরকারের পাতা ফাঁদে বিএনপিকে ফেলতে পারবেনা এবং এযাবতকাল যত অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক মাসুম খান ভি.পি. জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, সদর বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা বেগম, জেলা যুবদলের সভাপতি তারিক কাসেম মুকুল, সাধারন সম্পাদক ইকবাল সম্রাট, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মুহাম্মদ মাসুদ রানা, প্রচার সম্পাদক হুমায়ন আহমেদ, সদর ছাত্রদলের সভাপতি মুহাসিন, সাধারন সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, শহর ছাত্রদলের সভাপতি আরিফ আহমেদ সহ গজারিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎসজীবী দল ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।