বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তরার ছেলের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারি ইউনুস আলী।
৮৬ বছর বয়েসী ফাতিমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। হাসপাতালে অধ্যাপক এম এ রশিদের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আত্বীয় স্বজনরা মায়ের পাশে রয়েছেন।