অপেক্ষা
মোঃ গোলাম রাব্বানী
বর্ষাইল ;/ নওগাঁ
————–
হাজারো বিনিদ্র রজনী কেটে
তোমার কথা স্মৃতিপটে ;
উল্কার ন্যায় বিচ্ছুরিত
আমার হৃদ- আঙিনায় অনবরত;
তোমার” অপেক্ষা” র প্রহর গুণে
সদা থাকি আনমনে;
কত বিনিদ্র রজনী জেগে
কত চিঠি – কত কবিতা অনুরাগে ;
তোমারই অনুকম্পনে লিপিবদ্ধ
আমার” অপেক্ষা” আবদ্ধ;
তুমি কি আমার হবে
নাকি অন্য কারও “অপেক্ষা” য় রবে””
কতটুকু তোমার জন্য অজস্র আবেগ
প্রস্ফুটিত হয়- কবিতাই ভাবাবেগ;
তাছাড়া কেন এতো শব্দ নিপুণতা
খোঁজে আ্শ্রতা/
“অপেক্ষা”র প্রহর কবে হবে বিলীন
আমি তোমার অনুরাগে সীমাহীন ;
অধীর নিঃস্তব্ধ নিরবতার প্রহর শেষে
জীবনের চাওয়াটা পূর্ণতায় এসে;
তুমি” অপেক্ষা”র রজনী দাও বিদায়
যে স্বপ্ন দিয়েছো আমায়!|