ক্রীড়া প্রতিবেদক: দিনের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনার। হতাশার ম্যাচে নিজে গোল পাননি বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। পর্তুগাল ও রোনালদোর অবস্থাও হলো একই। উরুগুয়ের কাছে গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। একই দিনে ফুটবলের মঞ্চ থেকে ছিটকে গেলেন দুই মহাতারকা।
ম্যাচ শেষে তাই সবার ভাবনাতেই এই দুই মহা-তারকার ভবিষ্যত। কাতার বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন তো এই দুই তারকা?
আর্জেন্টিন্টাইন অধিনায়ক মেসিকে নিয়ে কিছু না বলা গেলেও পর্তুগাল তারকা জানিয়ে দিয়েছেন যে অবসরে যাচ্ছেন না তিনি। ফিটনেস থাকলে কাতারেই নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতেন চান ৩৩ বছর বয়সী এই ফুটবলার।
পর্তুগালের বিদায়ের পর রোনালদো বলেন,‘দলের এমন পরিস্থিতিতে খেলোয়াড় কেন, কোচেরও এটা ভাবা উচিত নয়।’
কাতার বিশ্বকাপে দলের সঙ্গে থাকা নিয়ে তিনি বলেন,‘সেখানে খেলতে পারলে আমি খুশি হবো। আমি নিশ্চিত কাতারেই আমার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে।’
গতকাল উরুগুয়ের কাছে হারার পরেও নিজের দল নিয়ে আশাবাদী সি আর সেভেন। তিনি বলেন,‘এখনও এই দল নিয়ে আমি আশাবাদী। এক সময় তারা বিশ্বের সেরা একটি দলে পরিণত হবে। আমাদের দলের সবাই খুব উচ্চাকাঙ্ক্ষী।’