বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস ২৬ বছর পার হয়ে ১৬ ডিসেম্বর ২০১৮-তে ২৭ বছরে পদার্পণ করবে। বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস একটি ডমেস্টিক নিউজ এজেন্সি হিসেবে সীমিত পর্যায়ে কার্যক্রম শুরু করে ১৯৯২ সালের ১৬ই ডিসেম্বর ।দৈনিক ইনকিলাবের তৎকালীন সহকারী বার্তা সম্পাদক মুহম্মদ আলতাফ হোসেনের পরিচালনায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হওয়ায় অল্প সময়ের মধ্যে বার্তা প্রতিষ্ঠান হিসেবে বিএনএস ব্যাপক পরিচিতি পায়।দেশের সকল জেলা ও অনেক উপজেলায় এক ঝাঁক তরুণ সংবাদকর্মী সংশ্লিষ্ট হয় এই সংস্থার সাথে।এই সব তরুণকে সৎ, দক্ষ ও নিরপেক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয় বিএনএস।সারা দেশে আয়োজিত হয় প্রশিক্ষণ কর্মশালা। এরই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ২৮শে নভেম্বর রাজধানীর উত্তরায় প্রিয়জন কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় ভাবে আয়োজিত হয় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।বাংলাদেশ সংবাদ সংস্থার তৎকালীন চেয়ারম্যান বিশিষ্ট লোকবিজ্ঞানী ড. আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন এবং তরুণ সাংবাদিকদের দিকনির্দেশনা দেন।বাংলাদেশ সংবাদ সংস্থার তৎকালীন বিশেষ প্রতিনিধি, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি ও জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি গিয়াস কামাল চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় কর্মশালা।এতে সভাপতিত্ব করেন বিএনএস’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক মুহম্মদ আলতাফ হোসেন। পৃষ্ঠপোষকতায় ছিলেন আলম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শরিফুল আলম। সেই থেকে বিগত ২৬ বছর বিএনএস’র অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ১৬ই ডিসেম্বর বিএনএস’র ২৭ বছরে যাত্রা শুরুর পূর্ব মুহূর্তে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। দেশ ও জাতির কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।