প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের উদ্যোগে নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ ও প্রতিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বুধবার সকালে ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচীর আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মশিউর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান। ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রাজেশ্বর চন্দ্র বর্¤§নের সঞ্চালনায় পয়েন্ট পাওয়ার উপ¯া’পনা করেন সিনিয়র সেক্টর স্পেশাালিস্ট মোঃ মোস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির উপজেলা ব্যবস্থাপক মোঃ সোহাগ আলী ও মোঃ সুলতান মাহমুদ এবং ললিতা রানী প্রমূখ।
সুত্র বিএনএস।