মোঃশফিকুর রহমান::৩১মে শুক্রবার গভীররাতে স্থানীয় ইউপি মেম্বার রফিকের সহযোগীতায় এলাকার সংঘবদ্ধ একটি চক্র
কৃষক পিয়ার হোসেনের আবাদকৃত ছেচল্লিশ শতাংশ জমির ফসল ধবংস করে বিদেশী এসেকেভেটর
দিয়ে খোরাখুরি করে বিশাল আকারে গর্ত করে মাটি সরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে খোজ নিয়ে জানা যায় কৃষক পিয়ার হোসেন নারায়ন গঞ্জের সৈয়দপুরের মৌজাস্থ এসএ
খতিয়ান-৭৫,আরএস-১৬ এস এ ৫৯,আরএস-৪০৬খতিয়ানভুক্ত আরএস২৫০দাগের ষোল আনায় ৪৬
শতাংশ হইতে ৪৪ শতাংশের কাতে ৪০ শতাংশ ভূমি যাহার উত্তরে আলী আক্কাছগং,দক্ষিনে ইঊনিয়ন
পরিসদের রাস্তা পূর্বে হানিফগং,পশ্চিমে ইঊনিয়নপরিসদের রাস্তা ,নালিশি সম্পত্তিতে বর্গাচাষী হিসেবে
সবজীর আবাদ করেন পিয়ার আল্।ীএ জমিতে নারায়ন গঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের একটি পিটিশন
মামলা বিচারাধীন আছে যাহার নম্বর ৩৪২/২০১৯ এতে আদালত সকল পক্ষকে স্থিত অবসস্থা বজায় রাখতে
নির্দেশ প্রদান করেন।স্থানীয় নারয়নগঞ্জ সদর থানা থেকেও এ জমিতে শান্তি পূর্ন অবস্থা বজায় রাখতে ১৪৫ ধারা
জারী করা হলেও ভূমি দস্যু নুর হোসেন-পিতামৃত বাদশা মিয়া,সায়েম-পিতা বারেক দেওয়ান,রফিক মেম্বার-পিতা হানিফ
শেখ,ডালিম-মিলন-পিতা ছাত্তার,সায়েম-পিতা ফালান মিয়া আদালত এবং থানা পুলিশের নির্দেশ অমান্য করে রাত আড়াইটার
দিকে বেকো(এসকেভেটর)নিয়ে জমিতে অবৈধ ভাবে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করে।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সদর থানায়
হাজির হয়ে দোষীদের শাস্তির দাবী জানিয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ সাধারন ডায়রীভুক্ত করে এসআই মোস্তাফিজকে
তদন্তের দ্বয়িত্ব প্রদান করে ।পিয়ার হোসেন জানান ভূমি দস্যুদের আগ্রাসনে তার ত্রিশ হাজার টাকার রবি ফসল নস্ট হয়েছে।
এলাকাবাসী জানান এ ধরনের কাজকর্ম করে রফিক মেম্বার তার বাহিনীর সদস্যদের দ্বারা অনেক জমি দখল করেছে। ইতিপূর্বে
আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ভূমিদস্যু হারুন গ্রেফতার হলেও আইনের ফাঁক দিয়ে জামিনে বেরিয়ে আসে।এসব ভূমিদস্যুদের
একের পর এক অপকর্মের কারনে দিশেহারা এলাকাবাসী।