কাউখালী প্রতিনিধি।।কাউখালীতে গত চার দিন ধরে শৈত্য প্রবাহে হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড শীতে অসহায় দুঃস্থরা জুবুথুবু হয়ে খড়কুটো দিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। হাড় কাপাঁনো শীতে বিপাকে পড়েছে অসহায় ছিন্নমূল মানুষ।
প্রচন্ড ঠান্ডার কারনে কর্মজীবি ও শ্রমজীবি মানুষেরা কর্মস্থলে যেতে পারছেনা। শ্রমজীবিরা শ্রম বিক্রি করতে না পেরে অর্ধাহারে অনহারে দিন কাটাচ্ছে। উপজেলা সদরে রাস্তার পাশে শীত বস্ত্র বিক্রির ধুম পড়ে গেছে। বিশেষ করে নিম্ন আয়ের লোকেরা ফুটপাতে শীত বস্ত্র কিনছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা জানান, সরকারিভাবে উপজেলায় দুই হাজার আটশত অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে শনিবার বিকেলে কম্বল বিতরণ করা হয়