ভোলা প্রতিনিধি,
ভোলার কোস্টগার্ড দক্ষিন জোনের অভিযানে প্রায় ৪ কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে।
২৩ ডিসেম্বর রাতে ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর নামক জায়গা থেকে এই ভারতীয় শাড়ী জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ভোলার কোস্টগার্ড অফিসে এক সংবাদ ব্রিফিংকালে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ জোনের অপারেশন অফিসার ওয়াসিম আকিল জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর রাতে মেঘনা নদীতে এফ বি নুরানী নামক একটি ফিসিং বোটকে সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা ঔই বোটটিকে ধাওয়া করে। এসময় বোট চালকরা ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের মাঝের চর নামক স্থানে বোটটি রেখে লোকজন পালিয়ে যায়।পরে কোস্টগার্ড সদস্যরা এসে বোট তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় কাশ্মীরি শাল, থ্রী পিস, লেহাঙ্গা, বেনারসী, কাতান, জর্জেট পাটি, টপ্স, বেলগাম কাতান শাড়ী, রাজগ্রুপসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। যার অানুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
এই শাড়ীগুলো অবৈধ ভাবে চট্টগ্রাম, ঢাকা ও খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করা হয় বলে ধারণা করছে কোস্টগার্ড। তবে মেঘনায় এতো বড় ভারতীয় পন্যের চোরাচালানের ঘটনা এটাই প্রথম।
জব্দকৃত শাড়ীগুলো ভোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অপারেশন অফিসার ওয়াসিম আকিল জাকি।