খুলনা প্রতিনিধি ঃপাটখাতে প্রয়োজনী অর্থবরাদ্দ, বকেয়া মজুরী ও বেতন পরিশোধ সহ ১১ দফা বাস্তবায়নের দাবীতে খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত¡ পাটকলে আবারও বিােভ ও অনশন কর্মসূচী পালিত হচ্ছে। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ব পাটকলে বিােভ ও অনশন কর্মসূচী পালন করছে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী। মিলের উৎপাদন বন্ধ রেখে খালিশপুর বিআইডিসিরোড, আটরা ও রাজঘাট এলাকার খুলনা-যাশোর মহাসড়কে শ্রমিকরা ১ম দিনে এ অনশন কর্মসূচী পালন করছে।১১ দফা দাবীতে গেল ১০ ডিসেম্বর েেথকে অনশন কর্মসূচীর ডাক দেয় রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। অনশন কর্মসূচীর ৪র্থ দিনে রাত ১২টায় শ্রম প্রতিমন্ত্রীর প্রতিশ্রæতিতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনশন স্থগিত ঘোষনা করেন আন্দোলনকারীরা। পরবর্তীতে ১৫ ডিসেম্বর বিজেএমসিতে ও ২৬ ডিসেম্বর শ্রম মন্ত্রনালয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠকে দাবির ব্যাপারে কোন সমাধান না হওয়ায় আবারও অনশন কর্মসূচীর ডাক দেয় সংগ্রাম পরিষদের নেতারা। সেই কর্মসূচী অনুযায়ী আজ দুপুর ১২টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার , আলীম ও ইর্ষ্টাণ মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থল ত্যাগ কওে মিলের উৎপাদন বন্ধ করে । পরে বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুর বিআইডিসি রোড, আটরা আলীম ও জেজেআই জুট মিল গেটে অবস্থান নিয়ে অনশন কর্মসূচী শুরু করে। তবে নওয়াপাড়া এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রকিরা এ কর্মসূচীতে অংশ নিলেও মিলের উৎপাদন স্বাভাবিক রয়েছে। খালিশপুর বিআইডিসি রোডে, আটরা ও রাজঘাট খুলনা-যশোর মহাসড়কে কর্মসূচী চলাকালে দফায় দফায় শ্রামিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
- রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের আহবায়ক আঃ হামিদ সরদার, যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, সাহানা শারমিন ও মো হুমায়ুন কবীর , শেখ মোঃ ইব্রাহিম ও আবু দাউদ দ্বীন মোহাম্মদ সমাবেশ বক্তব্য রাখেন।