এইচ অার রুবেল, হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ জলার চুনারঘাট উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১১টায় আনসার ভিডিপির কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জের জেলা কমান্ডেন্ট তানজিলা বিনতে এরশাদ, সরকারী জেলা কমান্ডেন্ট ফয়জুল বারী, চুনারুঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন সহ উপজেলার দলনেতা ও দলনেত্রীবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলার ১০০ জন শীতার্তের মাঝে কম্বল তুলে দেয়া হয়।