এইচ আর রুবেল ,হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবল উপজেলার গুরুত্বপূর্ণ মিরপুর চৌমুহনার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। একটু পানিতেই নর্দমায় পরিণত হয়। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে হাটাচলা করা যাচ্ছেনা।
শুরু চৌমুহনার রাস্তা নয় শ্রীমঙ্গল টু মিরপুর বাজারের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কটি ভেঙ্গে খনাখন্দকে পরিণত হয়েছে।
সেখান কার লোকেরা বলেন ও জনগন হও সচেতন,গর্জে উঠ আজ অতিসত্বর মিরপুরে চাই রাস্তাঘাটের কাজ।
অনেক দিন ধরে রাস্তাটি সংষ্কার না হওয়ায় ব্যবসা লাঠে যাচ্ছে। কাদা আর ভাঙ্গা বেদ করে ব্যবসায়ীরা দোকানে আসতে চাচ্ছেন না।