রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ।
রাঙ্গাবালী আগুনমুখা নদীতে দুই স্পীড বোটের সংঘর্ষে নিখোঁজ হওয়া এক ব্যাক্তির লাশ উদ্ধার হয়েছে। নিখোজ হওয়া ঔষধ কম্পানীর প্রতিনিধি আইয়ুব হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় জেলেদের সহযোগিতায় টানা ৪৮ ঘন্টা পর পানপট্রি লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আইয়ুব হাওলাদার পটুয়াখালীর জেলার আউলিয়াপুর ইউনিয়নের ধরান্দী এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারী সন্ধ্যায় রাঙ্গাবালী কাজ সেরে স্পীড বোড যোগে গলাচিপায় ফিরছিল আইয়ুব হাওলাদারসহ কয়েকজন যাত্রী। স্পীড বোডটি পানপট্রি সংলগ্ন এলাকায় পৌছলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের চায়না কোম্পানির একটি ডাবল ডেকার স্পীড বোড তাদের ধাক্কা দেয়। এসময় যাত্রীবাহি স্পীড বোডটি ডুবে গেলে সব যাত্রীরা সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় আইয়ুব হাওলাদার। পরে অনেক খোজাখুজির পর বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় জেলেরা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলেদের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্ল্যেখ্য, (৬ জানুয়ারী) সোমবার সন্ধা সাড়ে ৫টার দিকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে ৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া স্পীড বোটটি গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চ ঘাটের কাছাকাছি পৌছালে পায়রা বন্দরের একটি স্পীড বোটের সাথে সংঘর্ষ হয়। এসময় আইয়ুব আলী নিখোঁজ হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, পুলিশ ঘটনা স্থলে গিয়ে আইয়ুব হাওলাদারের লাশ সনাক্ত করেন।