পটুয়াখালী প্রতিনিধি:
নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য ও ২০০৫ সালের ১৭ আগষ্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. বেলাল মিয়া ওরফে রুবেলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে পটুয়াখালীর মহিপুর থানার অলিপুরা বাজার থেকে জেলা পুলিশের সহায়তায় জঙ্গীবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিটের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
বেলাল মিয়ার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়িবৈদ্যটিলা এলাকায়।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিখিত বক্তব্যে তিনি (পুলিশ সুপার) বলেন, ২০০৫ সালে সারাদেশের ৬৩ জেলায় নিষিদ্ধ সংগঠন জেএমবি যে হামলা চালায় ওই মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বেলাল মিয়া।ঘটনার পর তিনি (বেলাল) আত্মগোপনে চলে যায় এবং ঢাকা, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় একাধিক ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপন করছিলেন। তিনি বিভিন্ন সময় ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন। সর্বশেষ ২০০৭ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন এলাকায় রাজমিস্ত্রির কাজ নেন।
গ্রেপ্তার জঙ্গির বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।