আফজাল খান শিমুল- নকলের প্রতিবেদন প্রকাশ করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দুজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে অত্র উপজেলার মনিয়ন্দ ইউপির মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের কাজি ইকবাল নামে এক শিক্ষক। এ দুজন সাহসী ও নির্ভীক সাংবাদিক হলেন, দৈনিক যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশু ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আখাউড়া উপজেলা প্রতিনিধি হান্নান খাদেম।
ঘটনার বিবরনে জানা যায় যে, গত বছরের চৌদ্দ নভেম্বর আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় শিক্ষক কর্তৃক নকল সরবরাহের বিষয়ে উক্ত দুজন সাংবাদিক সরাসরি ছবি তুলে নিউজ করেন। এতে শিক্ষকরা ক্ষিপ্ত হয়ে ঘটনার ঠিক পচিশ দিন পর আখাউড়ার ইউএনও তাহমিনা আক্তার রেইনার চাপে পরে গত নয় ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া কোর্টে মামলা দায়ের করেন আর সাক্ষী হিসেবে আবির্ভুত হন এসিল্যান্ড নাজমুল হাসান রণি যা সরকারি চাকুরী বিধিমালার নীতি ও নৈতিকতা বিরুদ্ধ।
এরপর থেকে এ দু- সাংবাদিকদের শায়েস্তা করার জন্য তারা পথ খুজঁতে থাকে, সম্পূর্ণ প্রতিহিংসায় এ মামলার পর আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশের সাংবাদিক সমাজ ক্ষোভে ফুসে উঠে।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে এ নিরপরাধ দু-সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দায়ী শিক্ষক কাজি ইকবালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন এবং সাংবাদিক বিদ্বেষি ইউএনও তাহমিনা আক্তার রেইনার অপসারণ দাবি করা হয়।
মানববন্ধন শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।