এইচ আর রুবেল ,হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ২ নং আহাম্মদাবাদের গেড়ারুক গ্রামের দিন মুজুর আঃ রহিম মিয়ার ১ বিঘা জমির উপর রোপন করা ৯০/১০০ গাছের চারা দিনদুপুরে কেটে ফেললেন তার প্রতিপক্ষরা। সরোজমিনে পরিদর্শন করে দেখা গেছে অসহায় দিনমুজুর কাটাগাছের চারা নিয়ে কাঁদছেন।
এলাকাবাসী সহ দিন মুজুর আঃ রহিম মিয়া প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন।