এইচ আর রুবেল ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা শহরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় এক ফামের্সীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমাবার দুপুর পৌনে ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজা অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ নং ধারা অনুযায়ী শহরের পইল রোডে ফারিয়া মেডিসিন সেন্টার এ জরিমানা করেন।
সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: কামরুল হাসান এর নির্দেশক্রমে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে।