শূন্য জীবন
——————বর্ণহীন
কে রাখে বলো খবর
কে রাখে কার খবর,
কেউ হতে চাই রাজার রাজা
কেউ-বা খোঁজে রাতের সুধা
সোনার মুকুট মাথায় দিয়ে
কেউ হতে চাই রানি ভবানী।
হীরে, মুক্তো, জহরত মোড়ায়ে
কেউবা সাজায় প্রাসাদ প্রাণেশ,
রঙিন আলোর রোশনাই ছড়ায়ে
কেউবা উড়ায় রঙের ফানুস।
ঋতুরানী শরৎ সাজায় নিজেরে
বসন্তরাজ আসিবে ফিরে,
জ্যোৎস্না উঠা থেমে থাকে না
জোয়ার-ভাটা কেন বদলায় না?
শিকল পায়ে বাধ্য দাসী কুলি কামিনী কাঁদে-
জঠর জ্বালায় নবযৌবনা কেন ঘুঙুর পায়ে নাচে ?
যুদ্ধের দামামা বাজে দেশে দেশে
রাজ্য হারায় রাজা,
বিভেদের স্বার্থে পোড়ামাটি নীতি
গৃহহীন হয় প্রজা।
সার বীজ জোটেনি, ফসল ফলেনি,
মরেছে অনাথ ছেলে,
বেকার ছেলেটা নেশায় ডুবেছে চাকরি পায়নি বলে।
কে রাখে বলো খবর, কে রাখে তাঁর খবর-।