আফজাল খান শিমুল : আজ সকালের দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কসবা-আখাউড়ার সাংসদ ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি কখনো ফ্রি এন্ড ফেয়ার নির্বাচনে বিশ্বাস অতীতেও করেনি ভবিষ্যতে করবে না। মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু অভিযোগ দিয়ে আসছেন বাস্তবে এর কোন ভিত্তি নেই।তারা ইভিএম বিশ্বাস করে না কিন্তু ইভিএম দিয়ে ফেয়ার নির্বাচন সম্ভব। দেশের বিভিন্ন স্থানে এর প্রমাণ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজ তদারকির জন্য আজ সকালে ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়ায় আসেন।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া, ইউএনও তাহমিনা আক্তার রেইনা, এসিল্যান্ড নাজমুল হাসানসহ আরও অনেকেই।