এইচ অার রুবেল, হবিগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ইউনিক পরিবহণের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক পুরুষ পথচারি নিহত হয়েছেন।
(২৫ জানুয়ারী) শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার শাহজী বাজার দরগা গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ওই সময় নিহত ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ইউনিক পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। তবে এখনও নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।