কয়রা,(খুলনা) প্রতিনিধিঃ
আমি স্কুল পর্যায় থেকে ছাত্রলীগ করে আসছি। কোন ছাত্র ছাড়া ছাত্রলীগে অন্যদের সুযোগ নাই, যারা পড়াশোনায় মনোযোগী, খেলা-ধুলা সাংস্কৃতিকে ভালোবাসে তারাই এক মাত্র ছাত্রলীগের কর্মী হতে পারে। তোমরা যারা ছাত্রলীগের নেতৃত্বে আছো বা আসবে সবাইকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। তোমাদের লক্ষ স্থির করে সঠিক জায়গায় পৌছাতে হবে।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে ছাত্রলীগের জন্ম হতোনা আমরা একটি স্বাধীন সর্বভৌমত্ব দেশ পেতাম না। ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের উদ্দ্যগে
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ( কয়রা-পাইকগাছার) সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান বাবু এসব কথা বলেন
কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা,পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, প্রভাষক শাহবাজ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আশুতোষ মন্ডল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফর ফরিদুজ্জামান তুষার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিত্যনন্দ দাস ও মোঃ আবু সাঈদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমদাদুল হক টিটু, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন লাভলু, সাধারণ সম্পাদক জি এম মেজবাহ উদ্দিন মাছুম, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, রমজান সরদার, রবিউল ইসলাম রবি, মাসুদ রানা, শেখ শাকিল, রায়হান পারভেজ রনি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
25 জানুয়ারি 2020