এইচ অার রুবেল হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর অন্যতম কর্মসংস্থান হিসেবে সারাদেশে ব্যপক পরিচিত। এ অঞ্চলকে শিল্পনগরী হিসেবেও ঘোষণা করা হয়েছে। বর্তমানে অলিপুরে হাজার হাজার লোকের কর্মসংস্থান হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো লোকের যাতায়াতসহ ব্যবসা-বাণিজ্যও বাড়ছে। শায়েস্তাগঞ্জ উপজেলা হওয়ায় নতুন দিগন্তের সুচনা হয়। একদিকে মহা-সড়ক অন্যদিকে শিল্পনগরী গড়ে উঠায় প্রতিদিন ঘটছে নানা ঘটনা-দুর্ঘটনা। জেলার পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীরাও এসব ঘটনার সংবাদ সংগ্রহ করে বিভিন্ন মিডিয়ায় প্রেরণ করছেন। বর্তমানে এখানে বেশ কিছু সংবাদকর্মীর অবস্থান রয়েছে।
সবার ঐক্যের স্বার্থে ‘অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাব’ গঠন করার সিদ্ধান্ত হয়। গতকাল ০২ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় সকলের উপস্থিতিতে শেখ শাহাউর রহমান বেলাল- সভাপতি (জেলা প্রতিনিধি আনন্দ টিভি, সম্পাদক প্রকাশক- সাপ্তাহিক চেকপোসট), সৈয়দ হাবিবুর রহমান ডিউক- সাধারণ সম্পাদক (দৈনিক খোয়াই) ও মামুন খান কিবরিয়া সাংগঠনিক সম্পাদক- (সাপ্তাহিক চেকপোস্ট) কে নির্বাচিত করে ক্লাবের প্রতিষ্ঠাতা হবিগঞ্জের সেরা প্রতিবেদক সাংবাদিক মোঃ মামুন চৌধুরী এ কমিটি ঘোষণা করেন।
‘অলিপুর শিল্পাঞ্চল প্রেসক্লাবের নব-নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মীর আব্দুল কাইয়ুম (দৈনিক লোকালয় বার্তা), সহ-সভাপতি সুশীল চন্দ্র দাস (চ্যানেল এস), যুগ্ন সম্পাদক এস এম রাকিব (সিলেট ভয়েস), কোষাধক্ষ্য এইচ আর রুবেল (সাপ্তাহিক চেকপোস্ট), কার্যনিবার্হী সদস্য মোঃ মামুন চৌধরী (আলোকিত বাংলাদেশ), মোঃ জমির আলী (প্রতিদিনের বানী), নুর উদ্দিন সুমন (খবরপত্র), মোঃ মাসুক রানা (প্রতিদিনের বানী), মোতাব্বির হোসেন কাজল (বাংলা টিভি) সদস্য ফয়সাল আহমেদ পলাশ (সাপ্তাহিক চেকপোস্ট)।
নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক ও ক্লাবের সকল সদস্যরা হবিগঞ্জ জেলার সকল গণমাধ্যমকর্মীসহ সকলের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন