আফজল খান শিমুল:-
আজ(সোমবার) সকাল ১০ টার দিকে এস,এস-সি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার সময় দায়িত্ব পালনকালে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজলের ভাতিজা হাসান খলিফা দ্বারা আখাউড়া থানার এএসআই আলমগীরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ৷ তার অপরাধ সে সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রের বাইরে যেতে বলেছিল ৷
ঘটনায় প্রকাশ, সকাল ১০ টার সময় পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য আলমগীর, সৈকত,তুরান ও অন্যান্যরা আখাউড়া পৌরশহরে অবস্থিত রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলেন, এ সময় মেয়রের ভাতিজা হাসান খলিফা অনৈতিক সুবিধা নেয়ার জন্য তাদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে৷ এক পর্যায় কেন্দ্র থেকে বের হয়ে সে সুসংগঠিত হয়ে আলমগীর ও তার দায়িত্ব পালনকারী ফোর্সের উপর হামলা চালায়,এতে এএসআই আলমগীর শারীরিকভাবে আহত হয়৷
এ বিষয়ে আখাউড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে ৷
এ বিষয়ে কথা বলতে চাইলে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি৷
জানতে চাইলে কসবা-আখাউড়া সার্কেলের এএসপি মীজানুর রহমান ভূঁইয়া বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে৷
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ঘটনাটা আমি শুনেছি, দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে ৷