সপ্তদ্বীপা
——মোহাম্মদ হাসানুর রহমান
আসিয়াছ সপ্তমীতে, সরোবরে ফুটিল নীলকমল
ফল্গুধারার শোভিত ধরণী, অপরূপা হলো কুঞ্জবন
রোহিণী মুগ্ধে রচিত শৈলী, গল্প কবিতা ও গানে
জাহ্নবী আসিয়াছ যশোদার বেশে মানবতারে সেবিতে।
পারাবারসম আবারিত প্রাণ উর্মিমালার ছন্দরানী
রজনীর গভীরে রূপকথার রাজ্যে তুমিই সম্রাজ্ঞী।
ভীমাবেগে অসুর বধিছ, হৃদয়ে কুসুমিত প্রেমভাব
নন্দিনী হয়ে ঠাঁই দিলে, আঁধারে যে হারায়েছে পথ,
সীমানা বিভেদ স্বার্থের দ্বন্দ্ব অচেনা পথের মানুষ
মায়াবী আলোয় খুঁজে ফেরে পথিক, তেমারি আবছায়া মুখ।
পথের মানুষ মুক্তির আশায় খুঁজিছে পরশ পাথর
থেমে নেই সমীরণ ঢেউ ভাঙে- পথ দেখায় সপ্তর্ষি নিশীথ সাগর,
রত্নরাজি মন পিপাসী, আলো আঁধারে মোড়া ধাঁধার সপ্তদ্বীপ
মানুষে মানুষে ভালোবাসাবাসি ক্ষ্যাপা খুঁজে নিশীথ প্রদীপ,
নুরানী আভা দেবালোকে বন্দী, আকাঙ্খা- নিরাকার জালে
ষড়ঙ্গে ধূলোয় মলিন প্রভু তবুও তারে কাছে টেনে নিলে।