আফজল খান শিমুল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আজ দুপুরের দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কসবা-আখাউড়ার সাংসদ ও আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির নিকট সব আইনই কালো আইন মনে হয়, এ নীতি থেকে তাদের বের হওয়া উচিত ৷
বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের উপর ভিত্তি করে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন, আইন সচিব গোলাম হায়দার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেন ভূঁইয়া, আখাউড়া আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন ,পৌর মেয়র তাকজিল খলিফা কাজল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আওয়ামীলীগের নেতা-কর্মী ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন ৷
বিকেলে মন্ত্রী আখাউড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে ৷