ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ানের
দানায় দানায় আশায় বুক বেঁধেছে সরিষা কৃষকরা।
কয়েক দিন আগে ডুমুরিয়া উপজেলার বিস্তৃর্ণ মাঠে ছিলো সরিষার হলদে ফুলে হলুদিয়া। কয়েক দিনের ব্যবধানে তা আজ ফুলের পরিবর্তে ফল হয়ে সবুজ দানায় পরিপূর্ণ হয়েছে সরিষার প্রতিটি গাছ।
দানায় দানায় আশায় বুক বেঁধেছে সরিষা চাষীরা।
আর সে আশায় আনন্দিত মনে সরিষা উঠানোর জন্য ব্যস্ত সময় পার করছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃষকেরা।তবে ভাল ফলনের পাশাপাশি সরিষা বিক্রিতে ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন চাষিরা।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন জানায়, উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষক ও ফলোআপ কৃষকদের মাঝেবিনামূল্যে উন্নত জাতের বারী-১৪ নামক সরিষা বীজ ও সার,প্রদান করা হয়েছে। এছাড়াও নিজস্ব ভাবে উৎপাদিত দেশী সরিষা বীজ বুনেছিল অনেক কৃষক।ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর রুদঘরা,খর্নিয়া, আটলিয়া , মাগুরা ঘোনা, শোভনা, শরাফপুর,সাহস, ভান্ডার পাড়া, ডুমুরিয়া সদর,গুটুদিয়া ,রংপুর ও মাগুর খালী সহএ সকল ইউনিয়নে বিভিন্ন ব্লকে। সরিষা আবাদ করছেন চাষীরা।ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে টিপনাগ্রামের চাষী মোঃ গনি গাজী ও পরিমল রাহার সাথে কথা বলে জানা গেছে- সরিষা চাষে এবার ফলন ভালো হয়েছে।চাষিরা এবার একর প্রতি ১৫ মণ পর্যন্ত সরিষা ঘরে তোলার আশা প্রকাশ করেছে। তারা ন্যায্য মূল্য পাওয়ার জোর দাবি করেন।খুলনা জেলা উপপরিচালক কৃষিবিদ পঙ্কজ কান্তি মজুমদার বলেন, আমাদের ডুমুরিয়া উপজেলা দক্ষ কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন কে নির্দেশ দিয়েছেন উঁচু যায়গা ও পরিত্যক্ত জমিতে সরিষা আবাদ করার জন্য । মানুষের তেলের চাহিদা পূরণ করতে পারে।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস থেকে জানা মগেছে- উপজেলায় সরিষা উৎপাদনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১৫০০ হেক্টর জমিতে। আমাদের মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে কৃষকদের চাষকৃত সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো ও দাম ভালো থাকায় আগামীতে আরো অনেকেই সরিষা চাষে এগিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।