পাথরঘাটায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছে
নিজলাঠিমারা একতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামক একটি সংগঠন।
শনিবার (১৫/০২/২০)সন্ধ্যা ৫টার দিকে পাথরঘাটার টেংরা বাজারে ওই সংগঠনটির কার্যালয়ের সামনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিজলাঠিমারা একতা সঞ্চয় ও ঋনসমবায় সমিতির সভাপতি নজমুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত “গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ ও বৃত্তি প্রদান “অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো.হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এফ.এম.জাফর সাদিক উপজেলা সমবায় অফিসার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও সমাজ সেবক মো.নূর আলম দুলাল,সাংবাদিক শফিকুল ইসলাম খোকন,রাকিবুল ইসলাম সহ স্থানীয় সুধিবৃন্দ এবং উপকারভোগী পরিবারবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক অমল তালুকদার।
উল্লেখ্য,সমবায় সমিতির পক্ষ থেকে ৭জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি হিসাবে নগদ অর্থ এবং ২০টি দুঃস্থ পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন ইউএনও মো.হুমাউন কবির#