বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে বুলবুলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে চাষাবাদে উৎসাহিত করার লক্ষে প্রনোদণা দেওয়া হয়েছে।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গত এক সপ্তাহে (মঙ্গলবার ১৮ ফ্রেরুয়ারি পর্যন্ত )উপজেলা কৃষি অফিস কার্যালয় থেকে ৬০০ কৃষককে এ প্রনোদণা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, পুনর্বাসন কর্মসূচির অধীনে ২৩৫ জন কৃষকের মাঝে বসত বাড়ি ও আশে-পাশে শাকসবজি উৎপাদনে কৃষি উপকরণ হিসেবে জন প্রতি ২৯০ গ্রাম বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, ভূট্রা উৎপাদনে ২৩৫ জনের মাঝে জন প্রতি ২০ কেজি বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি এবং মুগ চাষাবাদে ১৩০ জনের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং পরিচর্যা বাবদ প্রতি কৃষককে ৫০০ টাকা করে ৬০০ জনের
মাঝে নগত ৩ লাখ টাকা বিতরণ করা হয়।
উপজেলার ঝোপখালী গ্রামের ক্ষুদ্র কৃষানী সাইমুন জাহান পাখি, রানীপুর
গ্রামের রাজিয়া বেগম, কেওড়াবুনিয়া গ্রামের কৃষক মো: ইদ্রিস ও মো:
রফিক জানান, এ সহায়তা হাতে পেয়ে ভীষন খুশি। চাষাবাদে তাদের আরও কে
উৎসাহিত করবে।